মোঃ মমিন আলী, স্টাফ রিপোর্টার
নওগাঁর পোরশা থানার নোচনাহার বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় তিনটি খাবার হোটেলে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস। তিনি বলেন, ভোক্তাদের কাছে মানসম্মত খাবার সরবরাহ করা প্রতিটি ব্যবসায়ীর দায়িত্ব। অনিয়মকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।