ভোলা-৪ এ নমিনেশনের তালিকায় নেই নাজিমুদ্দিন আলম
ভোলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নিজের নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তিনবারের সাবেক সংসদ সদস্য মোঃ নাজিমুদ্দিন আলম।
১৯৯৩ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে এ জনপদের দায়িত্ব পান তিনি। দীর্ঘ ৩২ বছর এলাকার রাজনীতি, উন্নয়ন এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখে সম্পৃক্ত থেকেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবিও ছিল তাকে পুনরায় মনোনয়ন দেওয়ার পক্ষে।
গত ২ নভেম্বর ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীদের অনেকেই। তারা এখনও আশা করছেন, দল পুনর্বিবেচনার মাধ্যমে তাদের পরিচিত নেতৃত্বকে ফিরিয়ে দেবে।
৮ নভেম্বর রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নাজিমুদ্দিন আলম বলেন, “দলের দুঃসময়ে আমি রাজপথে ছিলাম। হামলা-মামলা, নির্যাতন-অত্যাচারের পরও দলকে ছেড়ে যাইনি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আমার নাম না থাকায় আমি অবাক হয়েছি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমি দলের কাছে আবেদন করেছি।”
এ বিষয়ে দলীয় উচ্চপর্যায় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
