![]()
ভোলা জেলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলা জেলার জেলা প্রশাসক জনাব আজাদ জাহান স্যার গাজীপুর জেলায় বদলি হয়েছেন। এই উপলক্ষে আজ ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান স্যারের নেতৃত্বে শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অধ্যক্ষ জানান, স্যারের দূরদৃষ্টি, আন্তরিক দিকনির্দেশনা এবং সহযোগিতা ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কলেজ পরিবার স্যারের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেছে।
— ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিবার