ভোলা উপজেলা প্রতিনিধি : ইমন রহমান
দেশজুড়ে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি দেশের ভেতর অপরাধ ও মাদক চক্র নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আজ ভোরে ভোলা সদর উপজেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৯ অক্টোবর) ভোর ৫টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজীপুর রোডসংলগ্ন ওয়ার্ড-০৫ এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন নৌবাহিনীর বিশেষ টিম। টার্গেট ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনি— যিনি একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন, তবে পরবর্তীতে চাকরি হারান।
অভিযানকালে রনির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮,৭৩০ টাকা, যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হয় এবং পরে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিল। তার বাড়ির পাশের বাগানে নিয়মিত ইয়াবা বিক্রি হতো। ক্রেতাদের সঙ্গে লেনদেনে সমস্যা হলে ভয় দেখিয়ে টাকা আদায় করত এবং অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে পুলিশ বা ডিবি টিম ডেকে এনে লোকজনকে ফাঁসাত।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ অপরাধ ও মাদক দমনে নৌবাহিনী সর্বদা তৎপর। মাদক, সন্ত্রাস ও অপরাধ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।