![]()
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলার ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুল প্রাঙ্গণে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানিজল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, “বাল্যবিবাহ, যৌতুক ও ধর্ষণ সমাজের ভয়াবহ ব্যাধি, যা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। নৈতিক শিক্ষা জোরদার করা না হলে আইন থাকলেও এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ কিশোরীদের স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট করে; যৌতুক নারীর প্রতি সহিংসতা বাড়ায়; ধর্ষণ সমাজের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের শক্তি—তাদের সচেতন হতে হবে এবং অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ, চরনোয়াবাদ মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ ইসমাইল ও সংগঠনের নেত্রী আমেনা খাতুন। তারা যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির দিকে গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এসব কুপ্রথা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা গণমাধ্যম, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত ভূমিকার উপর জোর দেন।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা জানায়, তারা সমাজ উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এসব বিষয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে।