ভেনেজুয়েলায় রদ্রিগেজের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কার্যকর
ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টের রায়ে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আদালত জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি।
প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় আইনগত কাঠামো নির্ধারণের জন্য আদালত আরও আলোচনা চালাবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে দেশটিতে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
নিকোলাস মাদুরোর আটক হওয়ার পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ কে করবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

ভেনেজুয়েলায় রদ্রিগেজের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কার্যকর
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
ভেনেজুয়েলায় সুপ্রিম কোর্টের রায়ে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আদালত জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি।
প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় আইনগত কাঠামো নির্ধারণের জন্য আদালত আরও আলোচনা চালাবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে দেশটিতে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
নিকোলাস মাদুরোর আটক হওয়ার পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ কে করবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।