সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে 'সরফুতুল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে' ভুয়া শিক্ষার্থী দিয়ে দাখিল পরীক্ষা দেওয়ানো 'বলদাহার মহিলা দাখিল মাদ্রাসার' সুপার মোজাম্মেল হক এর এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে তার এমপিও স্থায়ীভাবে কেন বন্ধ করা হবেনা জানতে চেয়ে আগামী ৬ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম।
গত ২৬ সেপ্টেম্বর পাঠানো চিঠি সূত্রে জানা যায়, বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসা হতে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশ গ্রহণ করায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও সাময়িক স্থগিত করা হলো।
এমতাবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ১৮.১ ও ১৮.২ অনুচ্ছেদ অনুযায়ী সুপার মোহাম্মদ তোজাম্মেল হকের এমপিও ইনডেক্স স্থায়ীভাবে কেন কর্তন করা হবে না এ মর্মে আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায় লিখিত জবাব ও প্রয়োজনীয় ডকুমেন্টস সহ শুনানীতে অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এবিষয়ে জানতে চাইলে বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হক বলেন, অধিদপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়েছে তা আমি পেয়েছি। আগামী ৬ তারিখে আমাকে অধিদপ্তরে ডাকা হয়েছে। আমি প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে যাবো।