আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে তারা বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— “ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি”, “নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত-নীলক্ষেত”, “ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত-নীলক্ষেত” ইত্যাদি।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়েছে কিনা তা তারা জানতে চান। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে প্রশাসনের স্পষ্ট জবাব দাবি করেন।
তারা বলেন, প্রার্থীরা নির্বাচন নিয়ে যেসব অভিযোগ তুলেছেন তার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এসব অভিযোগের সঠিক ব্যাখ্যা চাই।