ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যু
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রিফট ভ্যালিতে ভারী বৃষ্টির কারণে বাঁধ ভেঙে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নর সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
বন্যার কবলে পড়েছে বহু গ্রাম। কয়েকদিন ধরেই অতিবৃষ্টির কারণে কেনিয়া জুড়ে বন্যার পরিস্থিতি বিরাজমান। সোমবার নাকুরু কাউন্টির মাই মাহিউ শহরের কাছে একটি বাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে যায় বহু বাড়িঘর। ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তাও ভেঙে যাওয়ায় শহরটির সাথে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
উদ্ধারকর্মীরা কাদায় আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেছেন, ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, কাদায় আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
এদিকে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, পূর্ব কেনিয়ার প্লাবিত তানা রিভার কাউন্টিতে ডুবে যাওয়া একটি নৌকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নৌকা থেকে উদ্ধার করা আরও ২৩ জন জীবিত আছেন।
গত মার্চ থেকে কেনিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৭৬ জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা ধারণা করছেন, এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণেই এই অতিবৃষ্টিপাত হচ্ছে।
২০১৮ সালের মে মাসে একই এলাকায় প্রবল বর্ষণ ও বন্যায় আরও বহু মানুষের মৃত্যু হয়েছিল।