ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের সপরিবার সাক্ষাৎ
ওয়াশিংটন, ব্লেয়ার হাউস: মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার স্ত্রী ও তিন সন্তানসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদি ইলন মাস্কের তিন সন্তানকে উপহার হিসেবে তিনটি বই দেন—রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, এবং আরকে নারায়ণের লেখা নিয়ে সংকলন ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’। ছবিতে দেখা যায়, উপহার পেয়েই সঙ্গে সঙ্গে তা খুলে বইগুলোর দিকে মনোযোগ দেয় মাস্কের সন্তানরা।
সাক্ষাৎ শেষে মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "ইলন মাস্কের পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ এবং বিশ্বের নানান বিষয় নিয়ে কথা বলা ছিল খুবই আনন্দের।"
এ সময় মহাকাশ অভিযান, বৈদ্যুতিক গাড়ি, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। মোদি মাস্ককে জানান, ভারত সরকার ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসনের নীতিতে পরিচালিত হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, মহাকাশ গবেষণা এবং ভারত-মার্কিন যৌথ উদ্যোগ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।