প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা: রক্তদানের আহ্বান জানিয়ে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
ব্লাড ডোনার'স ইন গাইবান্ধা: রক্তদানের আহ্বান জানিয়ে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
মোঃ জিহাদ মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
”স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান”
এই লক্ষ্যকে সামনে রেখে ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এগিয়ে চলেছে দূর্বার গতিতে। ১৩ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দে ব্লাড ডোনারস ইন গাইবান্ধা এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পাবলিক লাইব্রেরী মিলনায়তন হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালির উৎপত্তি স্থলে গিয়ে শেষ হয়।
ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর আয়োজনে আজ সকালে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা, শাহ সারোয়ার কবীর (এমপি) মাননীয় সংসদ সদস্য ৩০ গাইবান্ধা-২ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জনাব,এসএইচএম সাইফুল ইসলাম উপ-প্রসাসনিক কর্মকর্তা, বাংলাদেশ ডাক বিভাগ,উত্তরাঞ্চল, রাজশাহী
জনাব জুলফিকার রহমান চেয়ারম্যান, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ। জনাব, মোঃ মাসুম হক্কানি চেয়ারম্যান, ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ শরিফুল ইসলাম সন্জু
স্বত্বাধিকারী: সৃষ্টি ট্রেডার্স ও ফার্মেসী, গাইবান্ধা।
তারা সংগঠন এর সদস্যদেরকে – সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করার আহবান জানান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অশোক সাহা।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাপতি - আতাউর রহমান ,আলোচনা শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন স্বেচ্ছায় রক্তদাতা মো: মাহমুদুল ইসলাম। গীতা পাঠ করেন- স্বেচ্ছায় রক্তদাতা সৈকত কুমার। সংগঠন শুরুর কথা বলেন- সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আরাফাতুল্লা হাসান। তিনি বলেন- ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা বিনামূল্যে গত ৪ বছরে ৩হাজার ৩ শত ১৪ ব্যাগ রক্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করে । বাৎসরিক গড়ে, ৮শ ২৭ ব্যাগ রক্তদান করে থাকে। তিনি আরও বলেন ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার মাসিক গড় রক্তদানের পরিমাণ প্রায় ৭১ ব্যাগ এবং দৈনিক রক্তদানের পরিমাণ প্রায় ৩ ব্যাগ।সার্বিক সমস্যা ও বিষয়াদী তুলে ধরেন সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আনিস।
উক্ত অনুষ্ঠানে ২০২৩ সালের ব্লাড ডোনারস ইন গাইবান্ধা এর সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয় মো: লিখন ইসলাম, ভলান্টিয়ার ব্লাড ডোনারস ইন গাইবান্ধা। আনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল ইসালাম, আতিকুল ইসলাম আতিক, সুজন মাহমুদ শুভ, তানভীর আহমেদ, খোরশেদ আলম, উম্মে হাবিবা সহ আরও অনেকে।
উল্লেখ্য, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা – গাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এই প্রত্যয়কে সামনে রেখে প্রাপ্ত মোট চাহিদার শতভাগ রক্তের চাহিদা পুরণ করার চেষ্ঠা করে যাচ্ছে।
© All rights reserved 2023 Amar Sokal