
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম চালানো হচ্ছে।
চেকপোস্টে তল্লাশির সময় ট্রাফিক আইন অমান্যকারীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হচ্ছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকলে এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি আটক করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনে নাশকতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।