
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন (১৯) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি মারা যান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলামিনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলামিন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতি নম্বর ১২৫৫৪/২৫।
কারা সূত্র আরও জানায়, গত ২৫ ডিসেম্বর নবীনগর থানার একটি চুরির মামলায় (মামলা নম্বর ১৫, তারিখ ১৫-১১-২৫, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আলামিন।
নিহতের বোন রিনা আক্তার অভিযোগ করে বলেন, চোর সন্দেহে ধরে নিয়ে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছিল তার ভাইকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
কারা চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, গত ৩১ ডিসেম্বর রাতে অসুস্থ হলে আলামিনকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন সকালে সদর হাসপাতালে পাঠানো হলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মৃত্যুসনদে নিউমোনিয়া উল্লেখ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. উবায়দুর রহমান জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
ঘটনাটি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।