
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
আজ সকাল ১১.৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক দুইটি টিম অভিযান পরিচালনা করে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০(দশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয় এবং অপর এক অভিযানে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০২(দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতরা হলো সোহেল মিয়া (৩৩)পিতা- মোঃ শহীদ মিয়া বাসা নং- ৩৬০ মধ্যপাড়া,থানা:ব্রাহ্মণবাড়িয়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া, জীবন মিয়া (৪০)পিতা- মৃত সুরুজ মিয়া- বাড়ি দড়িকান্দি,থানা: বেলাবো জেলা: নরসিংদী।
এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।