
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস ব্রীজ এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে আখাউড়া থানা পুলিশ এই গাজা জব্দ করে।
আটককৃতরা হলো আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের কামরুল হাসান (৪০), যিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি (২৫)। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে মাদক পাচারের খবর পেয়ে পুলিশ তল্লাশি পরিচালনা করেছে। আটককৃতদেরকে অদ্য আদালতে পাঠানো হবে।