ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান আটক এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) রাকিব পেশকার (২৪), পিতা- জালাল পেশকার, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- নুরায়নপুর (পেশকার বাড়ি), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।
২) মো. হোসাইন আলী (২৫), পিতা- মো. ওহাব আলী, মাতা- মৃত আইনবী বেগম, সাং- চাঁদগাঁও (পশ্চিম বাড়ি), থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।