
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের সোলাইমান ভূইয়ার ছেলে লোকমান ভূইয়া (৪৮)।
উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।