![]()
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন স্টেশনে আটকা পড়ে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিসংযোগের কারণে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।