![]()
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার এবং একটি মাইক্রোবাসসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাস আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশী করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাস উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
১। মোঃ ফরিদ মিয়া (২৪)
পিতা: মৃত শহিদুল্লাহ
মাতা: ফরিদা বেগম
সাং—একাতরী (মিজি বাড়ী),
থানা—শাহরাস্তি,
জেলা—চাঁদপুর।
অভিযান প্রসঙ্গে কসবা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।