
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ জানুয়ারি সকাল ৬.২০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭নং সিঙ্গারবিল এলাকা থেকে ১টি অটোরিক্সা আটক করে। তল্লাশীর সময় অটোরিক্সা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ মাসুক মিয়া (২৯), সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ রাব্বি মিয়া (২৭), সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৩. মোঃ খোকন মিয়া (৪৮), সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
বিজয়নগর থানার ওসি একে ফজলুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩০ কেজি গাঁজা সংক্রান্ত মাদক মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।