
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ২০২৫ সালের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি এলাকায় অবস্থিত হিরন্ময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।