
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার পুলিশ ১৩ জানুয়ারী রাত আনুমানিক ১:০০ টা থেকে ১:১৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রাক আটক করে। তল্লাশীর সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন:
মোঃ বাদল শেখ (৫৫), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ক্ষিরপাড়া গ্রামের বাসিন্দা
মোঃ মেহেদী হাসান (১৯), গাজীপুর জেলার কাপাসিয়া থানার কেন্দুয়াব গ্রামের বাসিন্দা
উদ্ধারকৃত মালামাল তালিকা করে জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।