![]()
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় মধ্যরাতে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পাশাপাশি আরও দুইজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধরা হলেন নাজমুল আহমেদ টুটুল (৩৬) ও শিহাব (৩০)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুটুলের ডান পায়ে প্রায় ২০-২৫টি রাবার বুলেট লেগেছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অবস্থার শঙ্কা নেই।
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, পুরনো বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। ঘটনার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।