
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান, বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে রবিবার (৪ জানুয়ারি) সরকারি অর্থায়নে নির্মিত মিনি শিশু পার্ক ও ডায়াবেটিসসহ সাধারণ জনগণের জন্য তৈরি ওয়াকওয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।