মনজুরুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে গেছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য দাবি। এ কারণে ইপিআই, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্ম বিরতি ৫ অক্টোবর পর্যন্ত চলমান রয়েছে। বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বেলকুচি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল আলম শিশির ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, ৬ দফা দাবি তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরিন জাহান এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।