
সিরাজগঞ্জ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমীর উদ্যোগে মঞ্চায়িত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাটক "পুতুলের বিয়ে"।
নাটকটি ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মাতৃভূমি কালচারাল একাডিটোরিয়ামে প্রদর্শিত হয়। সাহানা মনির নির্দেশনায় শিশুশিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা, পূর্ণিমা, দেবনাথ, অনুশ্রী বিশ্বাস ও জুথি অভিনয় করেন। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন "নাট্যলোক" সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন। নাটকের মূল প্রতিপাদ্য ছিল ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে স্মৃতিচারণ, যেখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণ বিভাজনের ছাপ ছিল না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজনেরা, যেমন: গোলাম সারোয়ার, মমিন বাবু, শামীম হোসেন, সুমন প্রমুখ। নাটক শেষে গোলাম সারোয়ার বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চিন্তাধারার কবি, যিনি জাতি ও ধর্ম বিভাজন করেননি। তিনি মাতৃভূমি কালচারাল একাডেমীর নির্দেশক নাজমুল হাসানকে জেলা ও কেন্দ্র পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমীর পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।