মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সমেশপুর স্কুল মাঠে জনসমাবেশে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন এর সভাপতিত্বে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন আলোর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরী।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে সুন্দর পরিবেশে একটি নির্বাচন হতে চলেছে কিন্তু একটি দল সেই নির্বাচন পিআর পদ্ধতির নামে নানা রকল তালবাহানা করে নির্বাচন বাঞ্চাল করার একটি ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ পিআর চায়না, জনগণ চায় ব্যলটের মাধ্যমে নিজের পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সংসদ এমপি হিসেবে দেখতে চায়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন সহ উপজেলা বিএনপির পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।