মনজুরুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আযম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন প্রামানিকসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, “জামায়াতে ইসলামী আসলে কোনো ইসলামিক দল নয়। তারা মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। জনগণকে এসব অপপ্রচারে কান না দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।