
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তামাই ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধায় নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম।
নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ খেলার শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ফজলার রহমান তালুকদার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক শামসুল হক খাঁন, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সরকার, তামাই অগ্রণী সংসদ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোল্লা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় ঢাকা জেনারেল এফসি বনাম আগুরিয়া যমুনা এফসি অংশ গ্রহণ করে, খেলাটি ১-৩ গোলে আগুরিয়া যমুনা এফসি কে হারিয়ে ঢাকা জেনারেল এফসি বিজয় লাব করে। পরে উইনার্সআপ ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব ফজলার রহমান তালুকদার।