
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে উপজেলা সম্মেলন কক্ষে ‘আত্মা-অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল হক।
বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম চালুর ফলে সমাজসেবার আওতাভুক্ত জনগণ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে একদিকে সেবাগ্রহীতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে অনিয়মও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেল আহমেদ, সমাজসেবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর-এ-আল হেলাল রিজন, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোছাঃ আয়েশা খাতুন, যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের সভাপতি মোঃ আবু হোসেন, সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।