
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার দুপুরে বেলকুচি উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রাণী সম্পদ দপ্তরের সভাপতি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষির পাশাপাশি প্রাণীসম্পদ দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেলকুচি উপজেলা তাঁতশিল্প এলাকা হলেও এখানে এসে আমি অনুপ্রাণিত হয়েছি। খামারিরা যে উৎসাহ ও পরিশ্রমে বিভিন্ন প্রজাতির পশু লালনপালন করে এবং বিক্রি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তা এই মেলায় এসে বোঝা গেছে। প্রাণীসম্পদে অবদান রাখায় তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই।”
প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানার এসআই সবুজ কুমার ঘোষ, বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। এছাড়া বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খামারিরা এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।