সিরাজগঞ্জ প্রতিনিধি: মঞ্জুরুল ইসলাম
সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় ১১ টন ৯৮০ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ডিলার মনিরুল ইসলাম ও আশরাফ আলীর ভাই ইব্রাহিমকে আটক করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় তার ভাই ইব্রাহিমকে আটক করা হয়।
পরে সোহাগপুর গরুর হাটে অভিযান চালিয়ে ডিলার মনিরুল ইসলামকে আটক করে দুলাল হোসেনের বাড়ি থেকে আরও ১৩৮০ কেজি চাল জব্দ করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চাল জব্দ করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।