
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর দিবাকর সংসদ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় টাংগাইল একতা সমবায় সংঘ বনাম সিরাজগঞ্জ ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে।
১০ই নভেম্বর সোমবার বিকেলে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা বিপ্লব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আজিজুল হক পলাশ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল খালেক তোতা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর আহবায়ক মোঃ রেজাউল করিম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলা টাইব্রেকারে ৪-৫ গোলে সমাপ্তি হয়, পরে উইনার্সআপ দলকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।