
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে আবু হুরাইরা ওরফে মিজান হত্যা মামলার আসামি মো. সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার সকালে বেলকুচি থানা গেট সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে তারা সড়ক অবরোধ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের শান্ত করেন। তিনি জানান, ইতোমধ্যে সিয়ামকে গ্রেফতার করা হয়েছে এবং শিগগিরই বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।
ওসির আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা জানান, দ্রুত অন্য আসামিদের গ্রেফতার না করা হলে আবারও আন্দোলনে নামবেন।
সড়ক অবরোধের কারণে সায়দাবাদ-এনায়েতপুর হাইওয়েতে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।