
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ডা. আহমাদ আলী, সহ-সভাপতি আব্দুর রউফ কোমল, মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মো. নাজমুল হাসান, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার–সমাজ–প্রতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।