সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফরিন জাহান।
সভায় বক্তারা বলেন, উপজেলাজুড়ে কিশোর গ্যাংয়ের কার্যক্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা স্কুল-কলেজের সামনে এসে ছাত্রীদের ইভটিজিং করছে, হাফপ্যান্ট পরে রাস্তায় মুরব্বি ও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করছে, মোটরসাইকেল দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে প্রতিনিয়ত ঘটাচ্ছে অপ্রীতিকর ঘটনা। এছাড়া তারা মাদক ব্যবসা, নেশা গ্রহণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট আর্মি ক্যাম্প কমান্ডার মোঃ ঈমান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা দুদক সভাপতি আলহাজ্ব বাকি সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ঈমান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাছান, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও নেতৃবৃন্দ।