বিস্তারিত প্রতিবেদন: মোঃ জাকির হোসেন
শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীর মরদেহ ঘর থেকে ও স্বামী মনিরুজ্জামানের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে গাছের ডাল থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারনা, পারিবারিক কলহ ও অভাব অনটনের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী রেহেনা খাতুন বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন। অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর পর স্বামী আতঙ্কিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলেও অনেকের মত।
তবে গ্রামবাসীর একাংশের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বড় ছেলে মনিরুজ্জামান প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। নিহত রেহেনার মুখে আঘাতের চিহ্নও দেখা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।