শার্শা উপজেলা প্রতিনিধি: মোঃ জাকির হোসেন
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল-পুটখালী সড়কের ডেয়ের বিল এলাকায় আজ সকাল ৮টার দিকে ‘ঘাতক ট্রাক’ নামে পরিচিত একটি মাটিবোঝাই ট্রাকের চাপায় স্কুলছাত্র ওমর ফারুক (১২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী বিল থেকে প্রতিদিন শত শত ট্রাকে মাটি কেটে নিয়ে আসা হয়। এসব মাটি বিভিন্ন এলাকা ভরাট এবং ইটভাটায় ব্যবহৃত হচ্ছে। মাটিবোঝাই ট্রাকগুলো অতিরিক্ত গতিতে এবং নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে, যা পথচারী ও স্কুলগামী শিশুদের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, ট্রাক থেকে পড়া মাটি বর্ষার পানিতে পাকা রাস্তা কাদামাটির রাস্তায় পরিণত হয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা বাড়ছে।
নিহত ওমর ফারুকের পরিবার এবং স্থানীয়রা এসব বেপরোয়া ট্রাক চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিঃদ্রঃ বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন বিলের কৃষিজমি থেকে এখনো মাটি কাটার কাজ অব্যাহত রয়েছে। বেনাপোল-পুটখালী সড়কের দু’পাশে তাকালেই তা চোখে পড়ে।