
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
সামাজিক অবক্ষয় রোধ ও সচেতন প্রজন্ম গঠনের লক্ষ্যে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক “জনসচেতনতামূলক অনুষ্ঠান–২০২৬” বেতাগীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠান সুশৃঙ্খল ও অর্থবহ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। তিনি বলেন, “তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধ, আইনগত সচেতনতা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণরাই অগ্রণী ভূমিকা রাখতে পারে।” এ সময় তিনি বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. সোহেল মীর ও পরিচালক মো. আরিফুর ইসলাম মান্না।
আলোচনা পর্বে যুব ও যুব নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্ব জরুরি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় তরুণ সমাজে ইতিবাচক সাড়া ফেলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ একটি সুস্থ, মানবিক ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।