
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিট বুধবার (৩ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমাদুল হক শাহীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হামীম হোসাইন ও উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ জিহাদুল কবির রাজ বক্তব্য দেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বঞ্চিত না হওয়ার জন্য উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদ জানানো হয়। এছাড়া স্বুল মডেলিং বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক স্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান কলেজের অধ্যক্ষ।