প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
বেগম জিয়ার স্মরণে ঢাবিতে শোকসভা

বেগম জিয়ার স্মরণে ঢাবিতে শোকসভা
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই শোকসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার জীবনে ঐক্যের পাটাতন হিসেবে কাজ করেছেন।
‘বেগম জিয়ার প্রশ্নেও সবার ঐক্য ছিল। তার জানাজার জমিন ছিল সারা বাংলাদেশ। মৃত্যুর মধ্য দিয়েও তিনি সবাইকে এক করে দিয়ে গেছেন’, যোগ করেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
শোকসভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করেন উপাচার্য।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)