
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক জেলা শাখা কমিটির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, নেক হায়াত ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আজফারুল হাবীব রোজ, আহ্বায়ক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মহসিন, পরিচালক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল; অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, পরিচালক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ; সহকারী অধ্যাপক ডা. এম. এ. ওয়াহেদ, সদস্য সচিব, বি.এম.এ বগুড়া জেলা শাখা; সহকারী অধ্যাপক ডা. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, সদস্য, বি.এম.এ বগুড়া জেলা শাখা; ডা. রাশেদুল ইসলাম রনি, সদস্য, বি.এম.এ বগুড়া জেলা শাখা।
এছাড়াও বগুড়ার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।