আমার সকাল ২৪ নিউজ ডেক্স
জামালপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক বৃদ্ধা মা। ঘটনার চারদিন পর ময়মনসিংহের গৌরিপুর থেকে পলাতক ছেলে মঞ্জু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে গৌরিপুর থানার নাওভাঙ্গা গ্রাম থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত মঞ্জু শেখকে আটক করা হয়। এর আগে নিহত মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন শেখ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে পারিবারিক কারণে ক্ষিপ্ত হয়ে নিজের মা মঞ্জিলা বেগমকে (৬০) কুপিয়ে হত্যা করেন মঞ্জু শেখ। নিহত মঞ্জিলা বেগম স্থানীয় তোতা মিয়ার স্ত্রী। হত্যাকাণ্ডের সময় প্রতিবেশী এক গাছ ব্যবসায়ী সিরাজুল হক মণ্ডলও আহত হন। ঘটনার পরপরই মঞ্জু শেখ পালিয়ে যান।
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, “ঘটনার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। পলাতক আসামি মঞ্জুকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মা ও পরিবারের অন্য সদস্যরা তাকে অবহেলা করতেন বলে দীর্ঘদিনের ক্ষোভ থেকে সে এই হত্যাকাণ্ড ঘটায়। এছাড়া, গাছ বিক্রি করে প্রত্যাশিত টাকা না পাওয়াতেও সে ক্ষিপ্ত ছিল।”