
বাল্কহেড ডুবে গেলেও প্রাণহানি নেই
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বালুবোঝাই বাল্কহেডের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী (মতান্তরে চাঁদপুরগামী) যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদীয়া-১৩’ এবং মুন্সিগঞ্জ থেকে আসা সদরঘাটমুখী বালুবোঝাই বাল্কহেড ‘জান্নাতি’-এর মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে গেলে বাল্কহেডটি ভারসাম্য হারিয়ে দ্রুত নদীতে ডুবে যায়। বাল্কহেডে থাকা চালকসহ ৫ জন শ্রমিক তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া লঞ্চে থাকা সকল যাত্রী নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর নৌ-পুলিশ যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদীয়া-১৩’-কে আটক করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে প্রয়োজনীয় উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি চলছিল।