বিস্তারিত:
কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের আসরে বিশ্বের ৭০টি দেশের ৪২০০-এর বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।
বাংলাদেশের পক্ষ থেকে লড়বেন কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন, যিনি জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে সুমন ২০২২ সালে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ২০২৩ সালে ফ্রান্সের প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান এবং গ্রিসের এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন। ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তার অবস্থান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২৩তম।
আরিফুর রহমান সুমন বলেন,
“ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা ছিল। কঠোর পরিশ্রম ও অনুশীলনের ফলেই আজ দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়ছি। ইনশাল্লাহ, বাংলাদেশের পতাকা উঁচু রাখব।”
বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের বিশ্ব আসরে সুমন দেশের জন্য নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করবেন বলে তারা আশাবাদী।