বরগুনার বামনা উপজেলায় প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে এক কিশোর বিষপান করেছে। রবিবার (৪ মে) সকাল ১০টার দিকে বামনার রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর গুরুতর অসুস্থ অবস্থায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বিষপানকারী কিশোরটি একই উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের জেরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায় এক সহপাঠীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। উভয়েই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম ও পরিচয় গোপন রাখা হলো।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, বামনার ছাত্রটি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ার সহপাঠীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গড়ায় বিরূপ প্রতিক্রিয়ায়, যেখানে মঠবাড়িয়ার ছাত্রটি তাকে সামাজিক মাধ্যমে (ফেসবুক) ব্লক করে দেন। রোববার দুপুরে ওই প্রেমিক বামনা থেকে কুমিরমারা এলাকায় গিয়ে তার প্রস্তাব পুনরায় জানালে, প্রত্যাখ্যাত হয়ে তিনি বিষের বোতল হাতে নেন। পরে রাতে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন।
মঠবাড়িয়ার ছাত্রের ভাষ্যমতে, “আমার সহপাঠী আমাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করে আসছে। রোববার সে আমার পা জড়িয়ে ধরে বলেছিল আমি ওকে আনব্লক না করলে এবং বিয়ে না করলে সে বিষ খাবে।”
এ বিষয়ে বামনার কিশোরের মা জানান, “ছেলেটি এখন কিছুটা সুস্থ। তবে জ্বর এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।