বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, তিনি ধর্মীয় স্থাপনার জন্য টাকা দেবেন না। তবে নিজেকে একজন আধ্যাত্মিক ব্যক্তি বলে দাবি করেছেন এবং নিয়মিত পূজা করেন বলে জানিয়েছেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'দো অউর দো প্যায়ার' সিনেমার প্রচারণায় এসে তিনি এসব কথা বলেন।
ধর্মের বিষয়ে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিদ্যা বালান বলেন, "ধর্মের বিষয়ে ভারত এখন অনেক বেশি মেরুকরণে বিশ্বাসী। ধর্মীয় পরিচয়ের দিকেই ঝুঁকছে মানুষ। আগে কিন্তু দেশে এহেন দৃশ্য দেখা যেত না, তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে।"
তিনি আরও বলেন, "কেউ যদি হাসপাতাল, স্কুল, টয়লেট তৈরির জন্য টাকা চান, তাহলে আমি অবশ্যই দেব। তবে কোনো ধর্মীয় স্থাপনা তৈরির জন্য আমি কোনো টাকা দেব না।"
রাজনীতি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে বিদ্যা বালান বলেন, "রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। কারণ, কিছু বলে বসলেই সিনেমা বয়কটের ডাক উঠতে পারে।"
বিদ্যা বালান অভিনীত 'দো অউর দো প্যায়ার' সিনেমাটি পরিচালনা করেছেন শীর্ষ গুহঠাকুরতা। এতে বিদ্যার পাশাপাশি ইলিয়েনা ডি'ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তি অভিনয় করেছেন।