কামাল হাছান, নলছিটি প্রতিনিধি।
ঢাকা, ১৬ জুন, ২০২৪: গত বছরের “রেমাল” ঝড়ের তীব্র ক্ষয়ক্ষতিতে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ঝড়ের তীব্রতায় বিদ্যালয়ের নতুন প্রাচীর চাম্পল গাছ পড়ে ভেঙে গেছে, বিদ্যালয়ের সামনের সড়কের প্রাচীরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাচীন ভবনের নতুন করে মেরামতের জন্যও প্রচুর অর্থের প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষা বিভাগের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা বরাদ্দকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ পর্যাপ্ত না হলে বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি পুরোপুরি মেরামত করা সম্ভব হবে না।