
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী খুরুজের জোড় শেষ হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর আওতায় এই খুরুজে দেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫শ জামাত আল্লাহর পথে বের হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, ইজতেমা ময়দানে গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হন। ফজরের পর প্রায় ৭২টি দেশ থেকে ২,৫০০ বিদেশি অতিথিও দোয়ায় অংশ নেন। পাকিস্তানের শীর্ষ মুরব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ আল্লাহর পথে বের হওয়া মুসল্লিদের জন্য দিকনির্দেশনা দেন।
দোয়া সকাল ৮টা ২৮ মিনিটে শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।
তিনি আরও বলেন, সাদপন্থিরা টঙ্গী মাঠে কোনো জোড় বা ইজতেমা করবে না—এই শর্ত পূরণসাপেক্ষে গত বছর ইজতেমা করা হয়েছিল। তবে এ বছর তারা ইজতেমার জন্য নির্বাচন কমিশনে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরে সীমিত পরিসরে খুরুজের জোড়ের অনুমতি দেয়া হয়।
নির্বাচনের পর ৫৯তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।