
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:জাহিদুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অস্ত্র–গোলাবারুদ চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩–এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে আমবাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, গত ছয় মাসে এ ব্যাটালিয়ন ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।
বিজিবির তথ্যমতে, গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটকসহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।